শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ২ দিন ছুটি, আসছে নতুন কারিকুলাম | Holidays 2 days a week in educational institutions, new curriculum is coming

0
189

AVvXsEgnH2Nq0EqBDZRsYHv VUTJIOCkDsXpr7WSf9fdoRN2AEJOJl7vvpnIca2gZueRrAk k 12OlskKiQg KffucMGgeIOgnXU T9KysFvIArSuEO49916Aji5r4evRAr4ukCvTQVQ8v Njk8rdRPy5gupB4Hqsnn6bGm4cPdzEhWdzoTb8qtRWdOCr9K5=s16000

নতুন কারিকুলাম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মাধ্যমিক স্তরে ২২ ফেব্রুয়ারি শুরু হলেও প্রাথমিকে তা মার্চ থেকে শুরু হবে।

আর নতুন কারিকুলামে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন কাটাতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগে ছুটি ছিল শুধু শুক্রবার, এখন শনিবারও ছুটি থাকবে।  

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।  

AVvXsEgglPOyil1sVZTLV0KyJIgOOnkahKf7jqQLhEySuVdGsJ ZlD18erWyCZoiFVeQoUGuLNXNCQsasydko8waf 8SLOWTBy4aQt6ydsLX8sghj4ZBYRNVqFxJAVGt8gEviRyQTsj5cQBxDeK7vufyFYilyt Q3VDz05ILgCAK i4sWzpL5JeaAw11kfBL=s16000

শিক্ষা মন্ত্রণালয়ে জানায়, ২০২২ সালে নতুন শিক্ষাক্রমের পাইলটিং করার কথা। আর ২০২৩ সাল থেকে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ের কারিকুলাম বাস্তবায়ন সম্পন্ন হবে। উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে ২০২৬ ও ২০২৭ সালে। নতুন শিক্ষাক্রম অনুসারে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম ট্রাইআউট ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রাথমিকে মার্চ থেকে শুরু হবে। মাধ্যমিকে ৬২টি এবং প্রাথমিকেও একই সংখ্যায় করার কথা রয়েছে।

AVvXsEi28MyGvRLecq3TXdrcPKhBGkOM3JQl kJHk AinkCVEQt1fUFv7u6JCVk2mD1wvsFc3CFNkmbYIuHng7sSLzLP3eAj0uzOCIEBEzrVa Nr x7fQWtvF1pdK8 88zwzVEOr8 9JHsOZ wIAwl2QHRcy4hb83oWBDdfAUDaH8ZshDosOXonfFqdX2O76=s16000

মহামারির ছুটির আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটিগুলো এখনো আছে। সাপ্তাহিক ছুটিও দুই দিন। এ বিষয়ে দুষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকে শনিবার ছুটি রাখেন না। এখন থেকে রাখবেন সেই সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, একজন শিক্ষক বা শিক্ষার্থীর সপ্তাহে দুটা দিন…, একটু যদি ব্রেক না হয়। এখন তো কম সময়ে ক্লাস করছিল তারপরও একটু ব্রেকটার দরকার আছে। সেটাকে যদি বাদ দিয়ে দিতে পারতাম, তাহলে কয়েকটা দিন বেশি পেতাম। মাসে চারটা দিন বেশি পেতাম সেটা ঠিক। আবার ধর্মীয় কিছু ছুটি আছে, নানা রকম বিষয় আছে।

AVvXsEg83uO xB2UJjT2walvDVjgWqBdMocl4pzUzDxCAO jUujhJV 4AIl1Cz8hX0vLxAYBu7RRdq0iLBmAVUmoOU7M6nlm1ZRULEQvUAdXVMmqOrQtMCjBWQIMhWiip1uHFkRkUhHOHlD srmBzu4BK99Py0Qb0syCtJ8EqoPlcAI0v1MQ1FLffj1ts7c3=s16000

তিনি বলেন, আমাদের যেগুলো জাতীয় দিবস, সেই দিনে খুলে রাখার কথা ভাবিনি। জাতীয় দিবসে অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকে। কিন্তু শ্রেণিকক্ষে পাঠদান হয় না। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

AVvXsEjboagknc2cBbwfVS3nI1RjRMVN4319xaCOL1rBOBhpjw5wjPvEZFzul11EWFTDGQhHFS85evZOVgDSnrHJozzVa6lGbOI RJFd5AgaRJhiwrsm1FCniONMzK799Q0ipuX6dv

শিক্ষামন্ত্রী বলেন, রিকভারি প্ল্যানের মধ্যে যদি দেখি যেকোনো জায়গায় দিন কমালে আরও বেশি সুবিধা হবে, সেটা ভেবে দেখব। কিন্তু ঢালাওভাবে ভাবতে পারছি না। কারণ যারা কাজটি করেন তাদেরও তো সঠিকভাবে ডেলিভারি দিতে হবে। অনলাইনের চাপটাও আছে। শিক্ষকেরা ক্লাসেও পড়িয়েছেন আবার অনলাইনেও ক্লাস নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here