শিক্ষার মানে বিশ্বনাথ আগের চাইতে অনেক ভাল

0
195

 শিক্ষার মানে বিশ্বনাথ আগের চাইতে অনেক ভাল
The quality of education is much better than before

%E0%A6%A6%E0%A7%88%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BEগ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ’কের 

সর্ব মোট ১৩ হাজার সদস্য রয়েছে এটি একটি বিশাল ব্যাপার। আপনাদেরকে আমি পরামর্শ দিবনা, আমি অনুরোধ করবো।  নিশ্চয়ই আপনারা আমার চাইতে অনেক জ্ঞানী ও অনেক গুণী।

বিশ্বনাথের শিক্ষার মান  আগের চাইতে অনেক ভাল আরোও ভাল হওয়ার দরকার ইনশা’আল্লাহ। 

পাবনা সিরাজগঞ্জে একটি উপজেলায় ১১টি কলেজ রয়েছে কিন্তু বিশ্বনাথে রয়েছে চার থেকে পাঁচটা! 

আমি শিক্ষা বিস্তারের সাথে সংপৃক্ত রয়েছি, তাই গ্রেটার সিলেট সংগঠনের নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করবো আপনারা বিশ্বনাথে ৮টি ইউনিয়নে ৮টি কলেজ যদি প্রতিষ্ঠিত করেন তাহলে আমরা অত্যান্ত খুশি হবো।

কথা গুলো বলেছেন, বিশ্বনাথের অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও উপজেলা বি এনপির সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া ( ২৩ মার্চ বুধবার) বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের পৌদনাপুর পুর গ্রামে হাজি ছোয়াব আলী এবং হাজি আপ্তাব আলী ট্রাস্ট এর পক্ষ থেকে গরীব ও অসহায়দের মধ্যে রমজানের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথা গুলো তিনি ব্যক্ত করেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

অনুষ্ঠানটি গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ’কের সদস্য মোঃ ইলিয়াস আলীর সভাপতিত্বে  প্রধান অতিথি লিলু মিয়া আরোও বলেন, আমরা জানি এবং বিশ্বাস করি আপনারা যে মন মানুসিকতা নিয়ে সংগঠন করছেন, এবং সংগঠনের ধারাবাহিক ভাবে প্রতি এলাকায় গরীব দুঃখী মানুষের কল্যাণে কাজ করছেন তা প্রশংসনীয়।

তিনি বলেন, গ্রেটার সিলেট এ সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখতে এবং এ এলাকার দিকে সু দৃষ্টি রাখার, প্রবাসী নেতৃবৃন্দের প্রতি তিনি আহবান জানিয়েছেন।

লিলু মিয়া বলেন, আমরা যে বাড়ীতে আজ কথা বার্তা বলছি এই বাড়ীর যতেষ্ট ঐতিহ্য রয়েছে যার জলন্ত প্রমাণ মরহুম ছোয়াব আলী সাব তিনি অনেক অনেক সিনিয়র।

তিনি নেই, আছেন তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী ভাতিজা মাসুক মিয়া।

তিনি বলেন, আপ্তাব আলী মেম্বার সাব আমারে তিনি সমাজে প্রতিষ্ঠিত করেছেন এবং আমারে তিনি ধরিয়া এনে চেয়ারম্যান 

বানাইছেন আজ তিনি নেই আমরা আছি। তিনি বলেন, আমি চেয়ারম্যান লিলু মিয়া যে, দুইবার চেয়ারম্যান ছিলাম তিনি আমার মত দশ চেয়ারম্যানের ক্ষমতা নিয়ে এলাকায় চলছেন এবং কথা বার্তা বলছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য কিতলী  টাউন কাউন্সিলের তিন বারের নির্বাচিত কাউন্সিলার ও গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ’কের নর্থ রিজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলার নেছার আলী বলেন, গ্রেটার সিলেটের লক্ষই হলো গরীব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করা। 

বিগত দিনে এবং এই দুই তিন সপ্তায় বৃহত্তর সিলেটে গরীব দুঃখী ও মেহনতি মানুষকে  ইফতার সামগ্রী সহ আরোও একাধিক কর্মসূচী বাস্তবায়ন করেছে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এ সংগঠন।

তিনি বলেন, আজকে সকল কৃতিত্বের দাবীদার গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ’কের নর্থ রিজনের সাবেক চেয়ারম্যান মাসুক মিয়ার,  কারণ তার মধ্যমে আমাদের এ সংগঠনের দৃষ্টান্তমূলক কাজ হয়েছে। 

 কাউন্সিলার বলেন, মাসুক মিয়ার মাধ্যমে প্রতি বৎসরই আপনাদের এ এলাকার গরীব দুঃখী মানুষের কল্যাণে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ’কে নর্থ রিজন কাজ অব্যাহত রাখবে ইনশা”আল্লাহ। 

অনুষ্ঠানে কুরআন তেলাওয়ত করেন, হাফিজ নুর উদ্দিন, 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী হুশিয়ার আলম,

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ হজরত ওমর ফারুক (রাঃ) একাডেমীর প্রিন্সিপাল এইচ. এম. 

 আক্তার ফারুক, 

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ’কে নর্থ রিজনের সাবেক চেয়ারম্যান মাসুক মিয়া,

গ্রেটার সিলেটের নির্বাহী পরিষদের সদস্য তৈমুছ আলী,

দক্ষিণ সুরমা তেতলী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার আব্দুল জলিল,

তেতলী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ৬ নং ওয়ার্ডের মেম্বার মাস্টার জুয়েল আহমদ,

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ’কে নর্থ রিজনের সদস্য হাজি আনছার আলী,

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, বিশ্বনাথ পৌর বি এনপির সিনিয়র সদস্য যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম,

যুক্তরাজ্য কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবক মখদ্দছ আলী,

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ ‘কের নর্থ রিজনের প্রেস সেক্রেটারি নাসির উদ্দিন সেলিম, 

যুক্তরাজ্য প্রবাসী মর্তুজ আলী,

যুক্তরাজ্য প্রবাসী মফজ্জল আলী,

যুক্তরাজ্য প্রবাসী এজাজুল উদ্দিন,

দোয়ারা বাজার ভোগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল হক জুয়েল,

সমাজসেবক জামাল মিয়া,

বিশ্বনাথ প্রেসক্লাবের (একাংশের) জাহাঙ্গীর আলম খায়ের,

বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক

মোঃ শাহিন উদ্দিন,

যুক্তরাজ্য প্রবাসী  নুর উদ্দিন, 

সমাজসেবক মকবুল আলী,

মুরব্বী রশিদ আলী পৌদনাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী ইমরান আহমদ প্রমুখ। 

অনুষ্ঠানে ১১০ জন অসহায় গরীবদের মধ্যে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

পরিশেষে, হাজি ছোয়াব আলী ও হাজি আপ্তাব আলী ট্রাস্টের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের একাধিক গুণীজনের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here