শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: দেওয়ানগঞ্জ পৌরমেয়র বরখাস্ত | Education officer slapped: Dewanganj mayor fired

0
294

AVvXsEgVULObTBbCFAHNsm2M5nWcIhijkxvmJz0cUHQ0OH5jejv5Z4lAgH6GVjHsstnxdxsmxtI5TCZwo2uzdRzCDF3d4wJ240bTlDUPaiG2oAHWxwbiXbgMxHtF9sEtrT9jAlBHJU5 G2eATWGZpyidpa7gUw4ph1T1XOaoWNMD

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহান শাহকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ইতোমধ্যে মেয়রের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩১ (১) ধারা অনুযায়ী, ‌‘যেক্ষেত্রে কোনো পৌরসভার মেয়র অথবা কোন কাউন্সিলর অপসারণের কার্যক্রম আরম্ভ করা হয়েছে অথবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয়েছে, সেক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থি অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হলে, সরকার লিখিত আদেশের মাধ্যমে মেয়র অথবা কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে’।

এতে বলা হয়, পৌরমেয়র শাহনেওয়াজ শাহান শাহর বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ যে অভিযোগ করেছেন তা শিষ্টাচার বহির্ভূত, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের সামিল এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩২ (১) (ঘ) ধারা মোতাবেক অপসারণযোগ্য অপরাধ।

যেহেতু পৌরমেয়র শাহনেওয়াজ শাহান শাহ গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠান স্থলে সরকারি দায়িত্ব পালনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন; যেহেতু পৌরমেয়র শাহনেওয়াজের উল্লিখিত আচরণ শিষ্টাচার বহির্ভূত ও অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের সামিল যা প্রশাসনিক দৃষ্টিকোন থেকে সমীচীন নয় এবং জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে। যেহেতু, সরকারি দায়িত্ব পালনরত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় পৌরমেয়র শাহনেওয়াজ শাহান শাহর বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-১২, তাং ১৬/১২/২০২১, ধারা- ১৮৬/৩৩২/৩৫৩/৫৬ দঃ বিঃ); সেহেতু, পৌরমেয়র শাহনেওয়াজ শাহানশাহকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে নির্দেশক্রমে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।  

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here