শেরপুরে আগমনী শোভাযাত্রার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে

0
105

 

AVvXsEg9pAwfxVnS QXLGunbhkDYpF9lsv0wRF2IDyzdJRXw6sn0qm0IZ ne15PIzj fzIw0vvjqUQtXjKfDEAhdbgKgMzwYID7OjFB c9VR23z9PzKdWHS87KUshebah hP So1Ww3 yqoUHVcqrjRbfCkPdwbkBwyQD 5kS2nDWqHI49YreTwkxyWf0kSD=w626 h352

শেরপুরে আগমনী শোভাযাত্রার মধ্য  দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে 

সারা দেশের ন্যায় শেরপুরে আগমনী শোভাযাত্রার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। ১লা অক্টোবর শনিবার  এ উপলক্ষে শহরের গোপাল জিওর মন্দির থেকে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। 

AVvXsEiywsie7eP0RmD7pdVWNmYsCADKbdQu G36oVL18IwvH70UHz7c6kp empTtcV3NVQQ0oxMLUZUelX ajqd n 336GfOE3EhHldFvcuM266gcSynVMIM4e1vfKXTuRlk2sISpbXt6j3LmHgoWu05nKGUB WDVzDOf4 1EXvzmRfJx5KmIdL9ay3V Pu=w598 h398


শোভাযাত্রা উদ্বোধন করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার কামরুজ্জামান,সদর উপজেলা নির্বাহী অফিসার মেনহাজ ফেরদৌস, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন প্রমূখ্যসহ জেলাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতনধর্মানল্বীরা অংশ গ্রহণ করেন। 

পরে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ১হাজার দুস্থ মানুষকে বিনামূল্যে খাদ্য ও বস্তুবিতরণ করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, জেলার পাঁচ উপজেলায় এবার ১৬৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here