শেরপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় আটক এক

0
280

 

AVvXsEjwm2YWdXMh729r gg6rBVhPzgWpsFAVqaRKJLVsYVQs3L wCawxmjCbok9E2NEJBQjYP0JiVBKHI1fV3VLrzHE9mSFdE4 G7hEq1JrbHj7ufkwOTr8vzi pMArAahEgBprCdUqOIIKTpLbJfoAHyYz7Fm5zNst1j8KuUJcUdTuKtqjuvXZAQkZ0Whv=w635 h357

শেরপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় আটক এক

বগুড়ার শেরপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও এ ঘটনায় অভিযুক্ত আসামী আটক। 

গ্রেফতারকৃত আসামি হলেন শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে রাজু ফকির (৩৪)

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এজাহার সূত্রে  জানা যায়, ভিকটিম এক নারী শেরপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অফিসে যাওয়া আসার পথে রাজু ফকির নামের এই ব্যক্তি তার পেছনে ঘোরাঘুরি করেন। একসময় প্রেমের প্রস্তাব দেন এবং প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করেন। এরই এক পর্যায়ে রাজু ফকির ওই নারীর সাথে ফোনে ভিডিও কলে কথা বলেন এবং কথা বলার সময় নিজের অশ্লীল শরীর অঙ্গপ্রত্যঙ্গ প্রদর্শন করে নিজেই রেকর্ড করে রাখেন। রেকর্ড থেকে কিছু স্ক্রিনশট দেখিয়ে একসময় ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। অশ্লীল সম্পর্কে জড়ানোর প্রস্তাব সহ করেন টাকা দাবি। ভুক্তভোগী নারী ওই ব্যক্তির বিরুদ্ধে শেরপুর থানায় অভিযোগ করলে প্রশাসন ব্যবস্থা নেন।

জাকির আহম্মদ জিম 
বগুড়া প্রতিনিধিঃ

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here