সনদ থাকলেও নেই পেশাগত স্বীকৃতি, কক্সবাজার ভুয়া দন্ত ডাক্তার

0
214

 

%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%A6%20%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%93%20%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87%20%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A4%20%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%80%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF,%20%E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%AD%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%20%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%20%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

সনদ থাকলেও নেই পেশাগত স্বীকৃতি, কক্সবাজার ভুয়া দন্ত ডাক্তার

পেকুয়া উপজেলায় পেকুয়া বাজারের পূর্ব পাশে নুর হাসপাতালে দ্বিতীয় তলায় নুর ডেন্টাল কেয়ার নামে একটি দাঁতে চেম্বার রয়েছে। এ চেম্বারের মালিক শফিকুল ইসলাম।এ চেম্বারে কোন পাশ করা বিডিএস ডাক্তার নেন।শফিকুল ইসলাম একজন টেকনোলজিস। 

সেই তার প্রচারণায় নামের আগে ডেন্টিস্ট এবং নামের পরে বিএসসি ডেন্টাল (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়),এমপিএইচ(প্রিভেন্টভ ডেন্টিষ্ট্রী) ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি (ঢাকা), এফটি (ঢাকা মেডিকেল কলেজ) সহ হরক রকম ডিগ্রী উল্লেখ করেন।যার ফলে মানুষ পাশ করা ডাক্তার মনে করে। এসব ডিগ্রি গুলো দাঁতের চিকিৎসার জন্য অনুমোদিত কোন ডিগ্রী নয়।

তার কাছে বিএমডিসি কোন নিবন্ধন নাই।শফিকুল ইসলাম দাঁতের সকল ধরণের অস্ত্র প্রচার করে।যার ফলে মানুষ প্রতারণার ও অপচিকিৎসা শিকার হচ্ছে। একজন টেকনিশিয়ানের কাজ হল একজন বিডিএস ডাক্তারকে সহযোগিতা করা।

টেকনিশিয়ান চিকিৎসা দেওয়ার কোন নিয়ম নাই।সে তার ডিগ্রী গুলোতে চালাকি করে ভুয়া তথ্য প্রদান করেছেন।তার প্যাডে ব্যবহারিত ডিক্রি গুলোতে বিএসসি ডেন্টাল নামে কোন ডিগ্রি নাই।আছে বিএসসি মেডিকেল টেকনোলজি ডেন্টাল নামে ডিগ্রি। এখানে সে টেকনোলজি শব্দটি গোপন করেছে।

এমপিএইচ ডিগ্রী এখন অর্জন করে নাই বলে তথ্য পাওয়া গেছে।আর এফটি কোন ডিগ্রী নাই।শফিকুল ইসলাম ২০০৯ সালে বাণিজ্যিক বিভাগ থেকে এসএসসি পাস করে তখন থেকে চেম্বার দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসতেছে।শফিকুল বিএসসি মেডিকেল টেকনোলজি ডেন্টাল পাশ করেছে ২০২২ সালে।কিন্তু তার প্যাডে ব্যবহার করতেছে ২০১০ সাল থেকে।

তার বিভিন্ন প্রচারণায় ডাক্তার পদবী ও ব্যবহার করে।শফিকুল ইসলাম ডাক্তার না হলেও ডাক্তারের এপ্রোন পরিধান করে চিকিৎসা সেবা প্রদান করতে দেখা গেছে।সেই নিজেকে পাশ করা বড় ডাক্তার বলে দাবী করে।কয়েকদিন আগে প্রশাসনের ভ্রাম্যমান অভিযানেও ধরা ছোঁয়ার বাহির রয়ে গেছে শফিকুল ইসলাম।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here