সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায় | 12 and a half crore people are under vaccination

0
130

AVvXsEiUgzRiY5qLi IkVrcqc HV4DFoEWpHOR7QY0hZ5 82KsvbfUbzf5SbR0yNI6djgIUfkhmcMN3qGidoZh3B4 D5UedacaZEra3Ln0u VOGgKUgX7VZ KiV0QqKNrcERuivSDfkZjh2oDeUqYNo8jyIFPdLL PC

চলমান গণটিকায় গত ১৩ দিনে দুই কোটি ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। তারা সবাই করোনা টিকার প্রথম ডোজ পেয়েছে। একই সময়ে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি সাত লাখ মানুষকে। এ ছাড়া ১০ লাখ মানুষ বুস্টার ডোজ গ্রহণ করেছে।

সেই হিসাবে ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত মোট তিন কোটি ৪৯ লাখ মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানও হয়।

বুলেটিনে কভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ সব তথ্য তুলে ধরে বলেন, ‘১৭ ফেব্রুয়ারি থেকে চলমান বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এসব টিকা দেওয়া হয়। ক্যাম্পেইনের সময় বেশি মানুষকে টিকার আওতায় আনার বিষয়টি নজর দেওয়া হয়। ’

AVvXsEh4sA5eyGGZj0vTVQPgZc2fkTKPcu9v rR 533C49kqoyQdWWceLE7HCyc 9pKp0bRsEhHdRR52CtB2lAamKIabQLAkaPDBDpif PRwOq62fSiaR bpf7q5O0 kuYXkRS6HSA4tlKSaPFWMAQL72gOuP8e 98fyLKa8hcCM8kp5THtGKMKRfsNkjuV=s16000

তিনি জানান, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় এসেছে ১২ কোটি ৪৭ লাখ মানুষ।

দেশে গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here