সারা বাংলাদেশের আবহাওয়ার খবর: ১৭ মে ২০২৩

0
49
সারা বাংলাদেশের আবহাওয়া
সারা বাংলাদেশের আবহাওয়া
Untitled design 4

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঘূর্ণিঝড় ও বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া, বৃষ্টি হবে কি না, আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসের সর্বশেষ আপডেট।

আজকের (১৭ মে ২০২৩) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা (রাজশাহী) ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস
গতকালের সর্বনিম্ন তাপমাত্রা (রাজারহাট) ২০.২ ডিগ্রি সেলসিয়াস
আজকের সর্বনিম্ন তাপমাত্রা (ডিমলা) ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস
ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে
রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

ঢাকায় সকালের বৃষ্টিতে দুর্ভোগে মানুষ

সকাল থেকেই ঢাকার আকাশে ছিল মেঘের আনাগোনা। বেলা কিছুটা বাড়তেই মেঘে ঢেকে যায় পুরো আকাশ। এরপর শুরু হয় বৃষ্টি। ভ্যাপসা গরম আর তাপদাহের মধ্যে এ বৃষ্টি যেন নগরবাসীর জন্য স্বস্তিরই বার্তা। তবে সকালবেলার এ বৃষ্টিতে খানিক ভোগান্তিতে পড়তে দেখা গেছে অফিস কিংবা বিভিন্ন কর্মস্থলগামী মানুষদের।

Untitled design 5
বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীতে শুরু হয় তুমুল বৃষ্টি। এ সময়ে অনেকেই অফিস বা কর্মস্থলে যাচ্ছিলেন। যে যার মতো কাজে যেতে নেমেছিলেন রাস্তায়। কেউ কেউ প্রয়োজনীয় কাজ সারতে বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ ঝুম বৃষ্টিতে যে যেখানে ছিলেন সেখানেই আটকা পড়েন।

বৃষ্টি চলাকলে রাজধানীর রায়েরবাগ, শনির আখড়া, যাত্রাবাড়ী, গুলিস্থান বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের আশেপাশের বিভিন্ন ছাউনির নিচে আশ্রয় নিতে দেখা যায়। বৃষ্টি থেকে গা বাঁচাতে গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে বিপুলসংখ্যক মানুষকে আশ্রয় নিতে দেখা গেছে।

গতকাল মঙ্গলবার রাতেও ঢাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে। সারাদেশেই ঝড়-বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের।

সিলেটে এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা

সিলেট নগরে কয়েকশ কোটি টাকা ব্যয়ে নতুন করে ড্রেন নির্মাণ করেও জলাবদ্ধতা থেকে রেহাই পাচ্ছেন না নগরবাসী। মঙ্গলবার (১৬ মে) বিকেলে এক ঘণ্টার বৃষ্টিতে বিভিন্ন সড়ক, অলি-গলি পানিতে তলিয়ে যায়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টিতে নগরের সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিধবাজার এলাকায় চারলেন সড়কটি পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় পথচারীদের।

Untitled design 6

এ সড়ক দিয়ে চলাচলকারী মির্জা সাজ্জাদ বলেন, শুনলাম নগরের রাস্তাঘাট ও ড্রেন নির্মাণের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। আম্বরখানা থেকে টুকেরবাজার পর্যন্ত এ সড়ককে চারলেনে প্রস্তুত করে সদ্য নির্মাণ করা হলো। নতুন করে ড্রেনও নির্মাণ করা হলো। এরপরও এ সড়কের সুবিধবাজার এলাকায় জলাবদ্ধতা দুঃখজনক। পরিকল্পিত উন্নয়ন হলে তো এরকম হওয়ার কথা নয়।

তিনি আরও বলেন, আজকের এক ঘণ্টার বৃষ্টিতেই সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার ও লন্ডনি রোড এলাকাসহ বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এতে আমাদের মতো পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টির পানিতে তলিয়ে গেলে যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনাও ঘটছে।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জাগো নিউজকে বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিতভাবে উন্নয়নকাজ চলমান আছে। সুবিধবাজার-পাঠানটুলা-মদিনা মার্কেট এলাকায় আমরা দুভাগে নতুন করে ড্রেন করছি। এ এলাকার সড়কটি হচ্ছে নিচু, তাই এমন সমস্যা দেখা দিচ্ছে। কাজ শেষ হলে এই সমস্যা আর থাকবে না।

ঢাকায় কালবৈশাখীর সঙ্গে স্বস্তির বৃষ্টি

দিনভর মেঘের আনাগোনায় রাজধানী ঢাকায় ভ্যাপসা গরম অস্বস্তি বাড়াচ্ছিল। যদিও সঙ্গে দমকা বাতাসও ছিল। তবে ঢাকার তাপমাত্রা ক্রমেই বেড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসে।

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যার পর ঢাকার আকাশে মেঘের আনাগোনা বেড়ে যায়। রাত পৌনে আটটার দিকে শুরু হয় কালবৈশাখী ঝড়। বাতাসের তোড়ে ধুলোয় অন্ধকার হয়ে যায় চারপাশ। ঝোড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টিও। থেমে থেমে কানে বাজে বজ্রের গর্জন। রাত সাড়ে ৮টার দিকে থামে ঝড়-বৃষ্টি। আর বৃষ্টিতে নগর জীবনে ফেরে স্বস্তি।

যদিও আগে থেকে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দেশের অন্যান্য অঞ্চলেও ঝড়-বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন সারাদেশে ঝড়-বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে যে তাপপ্রবাহ বইছে তা-ও অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী দু-দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

Untitled design 7

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর মাদারীপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, খুলনা, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here