সুশান্তের মৃত্যু আমার এবং অঙ্কিতার সম্পর্কে গভীর প্রভাব ফেলে | Sushant’s death had a profound effect on me and the painting

0
175

 VSyzaupJ996EYqO2TRyeMBUN7q9Kzta6MFc2 0IDJpCh GGwk2Fb1QnjlGf2pvY7CyRwDEPqxQ7AOHvZDyG qz1EHQfSM2Nsh5W6YCDfqsK9JQAaqHwXEosStI1

ভিকির কথায় জানা গেল, অঙ্কিতা সুশান্তের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাঁদের সঙ্গে দেখা করতে যেতেন। তা নিয়ে অনেকে ভিকিকে নানা কথা শোনাতেন। অঙ্কিতার উদ্দেশ্য নিয়ে কুমন্তব্য করা হয়। সে সব প্রসঙ্গ তুলে ভিকি বললেন, ‘‘সেই সময়ে যে রকমের কথাবার্তা শুনতে হয়েছে আমাদের, ভাবা যায় না।’’

২০২০ সালের ১৪ জুন। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু। তার পরে অনেকগুলি জীবন তছনছ হয়ে গিয়েছিল। সুশান্ত-প্রেমিকা রিয়া চক্রবর্তী থেকে শুরু করে তাঁর বন্ধুবান্ধব। সুশান্তের পরিবার থেকে শুরু করে নায়কের প্রাক্তন প্রেমিকার জীবন। তাঁর চলে যাওয়া আজও মেনে নিতে পারেনি দেশ। সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা সে সময়ে কী ভাবে নিজেকে সামলেছিলেন, সে কথা বারবার মানুষের কানে পৌঁছলেও তাঁর প্রেমিক (এখন স্বামী) ভিকি জৈনের কথা কেউ জানে না। তিনিও লড়াই করেছিলেন। সে কথা সদ্য স্টার প্লাসের একটি রিয়েলিটি শো-তে এসে জানালেন অঙ্কিতার স্বামী ভিকি।

AVvXsEiLznMQv6UJBF8gzkEMxmv C70Fiy07lJRPrMP9MEAZzdj9aq2ZBsDYg5fcWIg naw4b16SI0Sjc8Mst27rM3TBnDGITS Fd3FO1 odqqP00BISqGfqxm69eANGqCI4O9Zg82g9AQcTbHlOEkd9QB0 M4IpUUr6qQRrI7KJkPUOqqs3QLJF5ugZ4OhS=s16000

ভিকির কথায় জানা গেল, সুশান্তের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাঁদের সঙ্গে দেখা করতে যেতেন অঙ্কিতা। তাই জন্য অনেকে ভিকিকে খারাপ কথা শোনাতেন। অঙ্কিতার উদ্দেশ্য নিয়ে কুমন্তব্য করা হত। সে সব প্রসঙ্গ তুলে ভিকি বললেন, ‘‘সেই সময়ে যে রকমের কথাবার্তা শুনতে হয়েছে আমাদের, ভাবা যায় না। কিন্তু আমি গর্ব বোধ করি অঙ্কিতার জন্য। খুব সুন্দর করে সব কিছুকে সামলেছিল ও। সুশান্তের প্রতি ও নিজের দায়িত্ব বোধ ভুলে যায়নি। তাই অঙ্কিতার পাশে ছিলাম আমিও।’’ ভিকি জানান, সুশান্তের মৃত্যুর পরে গোটা দেশের পাশাপাশি ওঁদের সম্পর্কও অন্যতম কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে।

AVvXsEhII2y3zLznS9VXvhc3g1hBtECmLJZo7H5s7gMR56TnMqW6DVxRW6PQuwXjTLps5SpW0w nRxyi7BEd8AlfaQbk7MdR66XqfzTwBa0WAA EINS5aqra AD3ktV Fdwf WRIG gXd37HjNfjq4C OX83o7lL8XTD846HCvSzzRLsSEvZhbdMWKlot6YX=s16000

গত বছর ১৪ ডিসেম্বর মহা সমারোহে বিয়ে সারেন অঙ্কিতা-ভিকি। কিন্তু সুশান্ত-প্রেমীদের এক অংশ তাঁদের বিয়ে মেনে নিতে পারেননি। ‘পবিত্র রিশতা’ নায়িকাকে সমালোচনা শুনতে হয়েছে।

রিয়েলিটি শো-তে এসে অঙ্কিতা বলেন, ‘‘আমি কিন্তু অনেক দিন আগেই আমার অতীতকে পিছনে ফেলে সামনের দিকে হাঁটা শুরু করেছি। কিন্তু এই ঘটনাটি ঘটার পরে (সুশান্তের মৃত্যু) সুশান্তের পরিবারের পাশে দাঁড়ানোটা দরকার ছিল। ভিকিকে কী ভাবে কী বলব, বুঝতে পারছিলাম না। কিন্তু ও নিজেই সবটা বুঝে যায়। আমাকে একটি শব্দও খরচ করতে হয়নি।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here