সোনাগাজীতে ঘরে চেতনা নাশক স্প্রে করে নগদ টাকা ও স্বর্নালংকার লুট | Looting cash and gold ornaments by spraying anesthetics in the house in Sonagazi

0
291

AVvXsEjQLliJO3buFp Kc59eEyv ZFuXyyvdEkuPx5MdYU5k4tceXVuIa fqM KiSZUMCuZI 0RkTmalljaIbr9iWNhp7OGKD8G3pvnkTlH7UxgAyZn74MGrIOgumNkwy8aErl4jZDwOZrzU

সোনাগাজীতে চেতনা নাশক স্প্রে করে পরিবারে সদস্যদের অজ্ঞান করে নগদ ৪ লাখ টাকা ও ৭ ভরি স্বর্নালংকার লুট

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে চেতনা নাশক স্প্রে নিক্ষেপ করে তিনটি পরিবারে সদস্যদেরকে অজ্ঞান করে পৌনে সাত ভরি স্বর্ন ও নগদ চার লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ৩ মার্চ রাত তিনটার দিকে সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ছাড়াইত কান্দি গ্রামের আবু আহমদ গোলদার বাড়িতে এ ঘটনা ঘটে।

 অচেতন তিন পরিবারের ৭ সদস্যের মধ্যে দুইজন কে ফেনী জেনারেল হাসপাতালে এবং ৫ জনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

 AVvXsEjRTiEfGfafz3QMaQUL39HUum5CgkPv8sd kDzh9y6ZMw XYWGNIDl540p6lEeY r3j7yaCyYgEbL Uv3FgNU9pjNY40 rfOpk33jyy5L2K3Rnk4EVVRlEqeLNkY1TYu28X9U0vNWbDRzQlrUCIdZUSUv axqun4CX UMkvlegI7UQ7a3ciLk6 w1aL=s16000

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা জানালা ও বেড়ার ফাঁক দিয়ে চেতনাশক স্প্রে নিক্ষেপ করে ব্যবসায়ী আবুল কালাম ও তার কন্যা রোকসানা আক্তার পলিকে অজ্ঞান করে দেড় ভরি স্বর্ন, একই বাড়ির নূর আলম, তার স্ত্রী শাহানা আক্তার, কন্যা জান্নাত আক্তারকে অজ্ঞান করে পৌনে চার ভরি স্বর্ন, নগদ চার লাখ টাকা এবং একই বাড়ির মাও. এমদাদুল ও তার স্ত্রীকে অজ্ঞান করে আড়াই ভরি স্বর্ন লুটে নেয়।

 সকালে প্রতিবেশীরা অজ্ঞান অবস্থায় ৭ সদস্যের মধ্যে নুর আলম ও তার স্ত্রীকে ফেনী জেনারেল হাসপাতালে অপর ৫জনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

 খবর পেয়ে সোনাগাজী মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম ও ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here