সৌদি আরবে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্ত শনাক্ত | Omicron variant detected in Saudi Arabia

0
137

AVvXsEivsm4eQKbz ywVjwDV8LM XWwp Y9T3 SEbEndR51G2 VeEMn57bX32qHxI1bICG9SK3z0cCZ6lePQSbR5dWf5oXH8NJSpux dLHZTpTVL36tBDKYGWLW52k18wWW


ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্ত শনাক্ত:

উত্তর আফ্রিকার একটি দেশ থেকে আসা এক যাত্রীর দেহে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত করার কথা ঘোষণা দিয়েছে সৌদি আরব। এটি দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্তের প্রথম ঘটনা। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এখবর জানিয়েছে।

 সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি ও তার সংস্পর্শে আসা মানুষদের আইসোলেশনে রাখা হয়েছে।

মন্ত্রণালয় দেশটির মানুষকে টিকা নেওয়া সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সব ভ্রমণকারীদের সেলফ-আইসোলেশন ও পরীক্ষা নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, অনেক বেশি মিউটেট হওয়া ওমিক্রন ভ্যারিয়েন্ট বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে পারে এবং এতে সংক্রমন বৃদ্ধির হুমকি রয়েছে। অনেক জায়গায় গুরুতর পরিস্থিতি দেখা দিতে পারে।

২৪ নভেম্বর আফ্রিকার দক্ষিণাঞ্চলে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের ঘোষণা দেওয়া হয়। এই অঞ্চলে দ্রুত আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরপর থেকে এক ডজনের বেশি দেশে ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে। অনেক দেশই আফ্রিকার ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে বিমান চলাচল বন্ধ রেখেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here