হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন, আটকা শতাধিক | Hundreds set on fire at World Trade Center in Hong Kong

0
155

AVvXsEiYw7nK2chU0nVdKLvxUt2x7ZJ87j54ZNxDaocuZMy8h7l9pZL1q16l5jFG5UumNXns74lyQLOx13oaBBZsWhB7hOIl0SHeTCFKAzE J7k43KNWa9lJ3PG7aB YiCKw1UF 0ULcDi0nsXMixLIOzrJAAkwUPrhdMfLvfoSvEPMeo4 aqa14oLDWwiG=s16000

হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামে একটি সুউচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনটির ছাদে ও অন্যান্য অংশে আটকা পড়েছেন তিন শতাধিক মানুষ।

আল জাজিরা জানিয়েছে, বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে হংকংয়ের কজওয়ে বে এলাকার গ্লৌসেস্টার রোডে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩৮ তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ভবনে আটকা পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা। এরইমধ্যে ষাটোর্ধ্ব একজন বৃদ্ধাকে অর্ধ-চেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। আগুন লাগার কারণে তিনি ঠিকমতো শ্বাস নিতে না পারায় অসুস্থ হয়ে পড়েন।

AVvXsEheFS2agKRAY cjv2o5Bc zEGDJaQ RiSAcb vmDFb67GejQHIa8u2dvBHFe6A mCcsrGk3kj4


হংকং প্রশাসনের একজন মুখপাত্র জানিয়েছেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে আনতে দু’টি ওয়াটার জেটের মাধ্যমে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

ভবনটিতে বিভিন্ন দোকানের ক্রেতা এবং দুপুরের খাবারের জন্য রেস্টুরেন্টে যাওয়া ব্যক্তিরাও আটকা পড়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here