হিজাব, বোরখা পরে ক্লাসে ছাত্রীরা, কিছুতেই ঢুকতে দেবেন না অধ্যক্ষ, আবার উত্তপ্ত কর্নাটকের সরকারি কলেজ | Government College in heated Karnataka

0
225

AVvXsEidlOP ma e9XcVUD4bncsVjSA KHYLIaEiUxoR77mSUpseo2dkXtWtGHzy5qsmTjFgerH7lofmaea7oj1VETT5sY0Aa724lqa1NWVElBgIAICFlVZls96sDz67RCO3Uf9QDy4D6F2jdom1DnHMmQepxmgmEfWqWma

কলেজ কর্তৃপক্ষের যুক্তি, তাঁরা কেবল আদালতের অন্তর্বর্তিকালীন নির্দেশ পালন করছেন। ছাত্রীদের দাবি, পোশাক তাঁদের ব্যক্তিগত পছন্দের বিষয়।

হিজাব-বিতর্ক নিয়ে আদালতে চলছে মামলা। আপাতত কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব-সহ ‘ধর্মীয়’ পোশাক পরে যাওয়া যাবে না বলে অন্তর্বর্তিকালীন নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বুধবার তার মধ্যেই কর্নাটকের আর এক সরকারি কলেজে শুরু হল ‘হিজাব আন্দোলন’। সকালে হিজাব ও বোরখা পরে উত্তর কর্নাটকের বিজয়পুরার পিইউ কলেজে উপস্থিত হন কয়েক জন ছাত্রী। যদিও তাঁদের ক্লাস করতে দেওয়া হয়নি। এর পরেই শিক্ষক ও ছাত্রীদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদের একাধিক ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

কলেজ কর্তৃপক্ষের যুক্তি, তাঁরা কেবল আদালতের অন্তর্বর্তিকালীন নির্দেশ পালন করছেন। অন্য দিকে, ওই ছাত্রীদের দাবি, তাঁরা কী পোশাক পরবেন, সেটা তাঁদের ব্যক্তিগত পছন্দ ও অধিকারের বিষয়। তা ছাড়া তাঁরা আগেও হিজাব ও বোরখা পরেই ক্লাস করেছেন। এই পোশাক যে পরে আসা যাবে না, এ নিয়ে কলেজ কোনও নির্দেশিকা দেয়নি।

AVvXsEgRlwvqu3FZYRKSiR6 dQJ7fBHTvTptgXrtvQpcIJGE6Kk fedkRSQKJLOwt2GFukmB2rX2nwgXrGkgBl2o0M7h1k

এ নিয়েই কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে বিতণ্ডায় জড়ান ছাত্রীরা। পরে শ্রেণিকক্ষের পাশে একটি জায়গায় তাঁদের বোরখা ও হিজাব খুলে আসার জন্য বলা হয়। ছাত্রীরা তাতে রাজি হননি। তার আগে কলেজের প্রবেশপথেই হিজাব পরিহিত ছাত্রীদের আটকান অধ্যক্ষ। তবে তাঁরা জোর করেই কলেজে ঢোকেন। ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার কথা বলা হয় তাঁদের। তার পরেই ঘোরালো হয় পরিস্থিতি। ছাত্রীরা স্লোগান তোলেন, ‘আমরা বিচার চাই’। দীর্ঘক্ষণ ধরে চলে এই প্রতিবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here