হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন চলছে

0
169

 

%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%20%E0%A6%AC%E0%A7%8C%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%20%E0%A6%96%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A8%20%E0%A6%90%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%97%E0%A6%A3 %E0%A6%85%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8%20%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন চলছে 

গত নির্বাচনের আগে দেওয়া সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে সারা দেশে সকাল-সন্ধ্যা গণ–অনশন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ শনিবার ভোর ৬টায় শুরু হওয়া এই অনশন চলবে সন্ধ্যা পর্যন্ত।

 কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার শাহবাগ চত্বরে গণ–অনশন চলছে ভোর ৬টা থেকে। জাতীয় জাদুঘরের সামনে ঐক্য পরিষদের কয়েক শ নেতা–কর্মী উপস্থিত হয়েছেন এ কর্মসূচিতে।

AVvXsEiYKK4fuwdd HbeRIS40F2h3YEDttp71LCCNUsLhehWtaLVPqvUbx7 i0VmHqvlY mnEomUbTQBC4uTrK0bmOggisQAKiuG9OQEx50QirG9tVbGMj7n6PdPk2iYF8lNNuql1ZCTXhL0X4cIpuSwX1UD4pn7AcOuthY8kk0twrabaBqQhcKzS1t4jEw2=w592 h444


২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। কিন্তু বর্তমান সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে জানাচ্ছেন ঐক্য পরিষদের নেতারা।

ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, সরকার আমাদের যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তা বাস্তবায়নের দাবিতে সারা দেশে কর্মসূচি চলছে। আর ঢাকায় আমরা ভোর ৬টা থেকে গন–অনশন করছি। বেলা সাড়ে ৩টায় পরবর্তী কর্মসূচি কেন্দ্রীয়ভাবে শাহবাগ থেকে ঘোষণা করা হবে।

এই কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here