১১ মার্চ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪

0
207

 ১১ মার্চ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪

‘Bachelor Point’ season 4 from March 11

AVvXsEhiBdx7I7pmTG1L89g3pR Po6xho 6ghLVlQqJNf6RmPESobv9kSoZYb79fZMudzi57zc rq6cSzrmTrk9mzsZ YZlgKUaZjfI7vUchEadINCWkSF9h Oemna7ce8 7yEMYKHBXmBL OKoKynvIzm7LewUqHRT1u1H63F8BtXIka1RYn Cdj3w3tYV=s320দেশের তরুণ প্রজন্মের লাইফস্টাইল, আবেগ ও তাদের হাসি-ঠাট্টায় ভরপুর সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’র সিজন ৪ প্রচারে আসছে।

আগামী ১১ মার্চ থেকে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এ সিরিয়ালটি টিভি ও ইউটিউবে প্রচার হবে৷

রোববার সকালে গুলশানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন ডেকে কাজল আরেফিন অমি জানান, ১১ মার্চ থেকে সপ্তাহে ৩ দিন (শুক্র, শনি ও রোববার) ব্যাচেলর পয়েন্ট সিজন ৪ প্রচার হবে।

AVvXsEgx4XPwgPQb0YeggOjud89QfWjT8MmaaKcvsV tBifRIEw6Fhdf8Llbmhe7rVjLTj aWKn2I2xRw TUZcEquHC1sCVUoZw5a x6LRxXcx92 ALJFAcR4mOtMPDMMkACHAIhFtIqYSddh3uulKd7qRaVwAOF lnTHRরাত ৮:২৫ মিনিটে টিভিতে প্রচারের পর ধ্রুব টিভির ইউটিউবে উন্মুক্ত হবে প্রতি এপিসোড।

‘দেশীয় সিরিয়াল দর্শক দেখে না, সিরিয়াল নিয়ে দর্শকদের আগ্রহ নেই’ – এমন অভিযোগ চলমান, সেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’র পরপর ৩টি সিক্যুয়েলে বানিয়ে ব্যাপক সাড়া ফেলেন পরিচালক অমি। তাই দর্শক চাহিদা প্রাধান্য নিয়ে সাফল্যের ধারাবাহিকতায় সিরিয়ালটির নতুন সিজন বানিয়েছেন তিনি।

জনপ্রিয় ফ্রুট ড্রিংকস ফ্রুটিকা নিবেদিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আগের শিল্পীরা। যারা প্রত্যেকেই নাটকটির চরিত্রগুলো দিয়ে দর্শক মহলে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন।

AVvXsEj0B9uWG 0 8xL2 JfzvQyY0XZvpcM3C50WVopsbWjtiRLvzqHAX0JySrGCSlxWEeIyCrBZazgkzStXh7F 4CGu0ppgANnx71 7GTRdcVCnByGOscies2LNFtyJ jPKyuFECJEpllসংবাদ সন্মেলনে প্রত্যেক শিল্পী উপস্থিত ছিলেন। তাদের ছিলেন মিশু সাব্বির, পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের এমডি ও সিইও সৈয়দ আলমগীর, আকিজ ফুড এন্ড বেভারেজের হেড অব বিজনেস আতিকুর রহমান, ব্যান্ড মার্কেটিং এজিম আশফাকুর রহমান, মিডিয়া ডিপার্টমেন্ট হেড আরিফ উল হক, ধ্রুব টিভির কর্ণধার ও সংগীত শিল্পী ধ্রুব গুহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here