১৫০ টাকায় মিলবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিট | Tickets for the Bangladesh-Afghanistan series will cost 150 rupees

0
236

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টিকিটমূল্য ও টিকিটের প্রাপ্তিস্থান ঘোষণা করা হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) রাত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিরিজের টিকিট ছাড়ার ঘোষণা দেয়।

২২ ফেব্রুয়ারি, প্রথম ওয়ানডের আগের দিন থেকে সিরিজের টিকিট কেনা যাবে। টিকিট পাওয়া যাবে চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ে নির্ধারিত টিকিট বিক্রির বুথে।

প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে টিকিট বিক্রি। ম্যাচের আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। অবিক্রিত থাকলে টিকিট কেনা যাবে ম্যাচের দিনও।

AVvXsEjz3fIUMCOtINbRQCio0kCbyN2F9 ZPhMo0rq9HOh2Dluse2Fo0tiJknZiGAwWTpILFtUC5oKQ a0NO5RyrGcmGPFr VjN5pp6Rotw9 2rzoI7zJ2a t Re0shkMFPrz6gAEV5Px8rXSf8GqC6Gy6 3s5kjvHzZVVIs3LI74P9kpct5BRYBrYmhkMM5=s16000

যদিও কতগুলো টিকিট বিক্রি করা হবে তা জানানো হয়নি। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানিয়েছিলেন, চট্টগ্রামে ওয়ানডে সিরিজের ম্যাচগুলোতে ৪-৫ হাজার দর্শককে খেলা দেখতে দেওয়ার অনুমোদন রয়েছে সরকারের পক্ষ থেকে। যদিও দর্শক ধারণক্ষমতার ৫০ শতাংশ আসনে বসে খেলা দেখার সুযোগ করে দিতে আগ্রহী বোর্ড।

ওয়ানডে সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা। এই অর্থ খরচ করে খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ডে বসে। এছাড়া ৩০০ টাকা খরচ করে ক্লাব হাউজ, ৫০০ টাকা খরচ করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ও ১ হাজার টাকা খরচ করে রুফটপের টিকিট কিনতে পারবেন দর্শকরা।

AVvXsEgzHB2QCjplNClZEh1xYzWT6DPX2aW1b8Sv10efuVyYIpY3gVzZSj9S7jjuF0yhQKwvGizGLDxl7fwb0IhOMGt64L1Ct6lYBDzi8EaOghtj310BVOWT3QHdEexbU3b44cUGfaVieMP4Mk8K mpyqTJm3t6kG8fMjdk5mBayOhrJ9hzpsAq5IMEoaquP=s16000

একনজরে ওয়ানডে সিরিজের টিকিটের মূল্যতালিকা

রুফটপ – ১ হাজার টাকা

ইন্টারন্যাশনাল স্ট্যান্ড – ৫০০ টাকা

ক্লাব হাউজ – ৩০০ টাকা

ইস্টার্ন স্ট্যান্ড – ১৫০ টাকা

একনজরে ওয়ানডে সিরিজের সূচি 

তারিখ ম্যাচ ম্যাচ শুরুর সময় ভেন্যু
২৩ ফেব্রুয়ারি ২০২২ ১ম ওয়ানডে বেলা ১১টা চট্টগ্রাম
২৫ ফেব্রুয়ারি ২০২২ ২য় ওয়ানডে বেলা ১১টা চট্টগ্রাম
২৮ ফেব্রুয়ারি ২০২২ ৩য় ওয়ানডে বেলা ১১টা চট্টগ্রাম

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here