২০০ করে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড |

0
122

 

%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A6%20%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1

২০০ করে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড

২০০৮ সালে করাচিতে টি-টোয়েন্টিতে প্রথম ‘২০০’ দেখেছিল বাংলাদেশ। সফরের একমাত্র টি-টোয়েন্টিতে ৫ উইকেটে ২০৩ রান করেছিল স্বাগতিক পাকিস্তান। পাঁচ বছর পর ২০১৩ সালে মিরপুরে বাংলাদেশকে দ্বিতীয় ‘২০০’ উপহার দেয় নিউজিল্যান্ড। সেই কিউইরা আজ ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে ২০০ করার নতুন রেকর্ড গড়ল।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে আজ ৫ উইকেটে ২০৮ রান তুলেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলটির এটি তৃতীয় ২০০ ছাড়ানো ইনিংস। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্য কোনো দল দুবারের বেশি ২০০ করতে পারেনি।

২০১৩ সালের পর কিউইরা বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে দ্বিতীয়বার ২০০ ছুঁয়েছিল ২০২১ সালে হ্যামিল্টনে। সেদিন ৩ উইকেটে ২১০ রান করে দলটি। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সেটিই সর্বোচ্চ দলীয় ইনিংস।

  • ২০০ করে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড
  • ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন
  • ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনছবি: এএফপি
  • সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে আজকের ইনিংসটি পঞ্চম সর্বোচ্চ। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ডেভিড মিলারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার ম্যাচে সর্বোচ্চ ২২৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

আজ শেষ তিন ওভারে ৪২ রান তোলা নিউজিল্যান্ডের ইনিংসে ৪০ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন ডেভন কনওয়ে। ৫টি চার ও ৩টি ছক্কা মেরেছেন কিউই ওপেনার। তবে নিউজিল্যান্ডের রান ২০০ ছাড়িয়ে মূলত গ্লেন ফিলিপসের ঝড়ে। ২৪ বলে ৫ ছক্কায় ৬০ রান করেছেন চারে নামা এই ব্যাটসম্যান।

বাংলাদেশের সব বোলারই বেশ খরুচে ছিলেন। একমাত্র মোহাম্মদ সাইফউদ্দিনের ইকোনমিই দুই অঙ্ক ছোঁয়নি—৯.২৫। ৩৭ রানে ২ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। এ ছাড়া ৪০ রানে ২ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here