২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ২০, শনাক্ত আজও চার হাজারের কম | Death toll rises to 20 in 24 hours, less than 4,000 identified

0
62

AVvXsEgl1nC8VFeVVtupyUIQe9AFZYpM4F2O7tbZQWXwwpfRfyqNvJG5kgr bBuTqt4D7n21O8r DrswXrht lVzLAdjvzbIEknQpmzwe27cA8w tv0DW5wVIMGOyUIGljs2GXXJYVs7LppJ4CUeLKQN2b9pkLM8hj k7iLAlnnl 5SGQfm4fS4DbSYsEtMQ=s16000

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জনে। এ সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৫৩৯ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনে।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ১০.২৪ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বুধবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল তিন হাজার ৯২৯ জন। শনাক্তের হার ছিল ১২.২০ শতাংশ।

AVvXsEhkY6GCN4uES5koaSeXbKi218be VKejuxLqMK5ZsB7TSFlhElwaRBAfKaUK0VQCjjNjQK X9DyB2Wb4XV7GS0gYhbUjh72xbJr1YZST9CJ9gVnc6zpOYV v8FwTmiRpRyMtkuUXNbtRVYJcSWvlCTGhaciabdyC9h9ABDB6H 8 4A9OqivbLypPJNa=s16000

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১১ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৫৪৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.২৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪.৬৭ শতাংশ।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ, চারজন নারী। ঢাকা বিভাগে মারা গেছে সাতজন। এ ছাড়া চট্টগ্রামে ২, রাজশাহীতে ৫, খুলনায় ৪, সিলেটে ১ ও রংপুরে ১ জন করে মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here