Vicky Kaushal-Katrina Kaif Wedding: নাচে-গানে জমজমাট বিয়ের আসর, ভাইরাল ভিকি-ক্যাটের 'মেহেন্দি'র ছবি


Vicky Kaushal-Katrina Kaif Wedding: ডিসেম্বরের ৯ তারিখ সাত পাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাট। রাজস্থানের সাওয়াই-মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় জমজমাট বিয়ের আসর। তবে পুলিশি নিরাপত্তাও ছিল সম্পূর্ণ।

সম্পর্ক হোক বা বিয়ে। কোনও ব্যাপারেই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Vicky Kaushal and Katrina Kaif wedding)। শেষ মুহূর্ত পর্যন্ত বিয়ের গুজবও উড়িয়েছিলেন দুই জনই। তবে যা রটে তার কিছু তো বটেই। বেশ কয়েকবার তাঁদের বিয়ের কথা সত্যিই গুজব হলেও শেষমেশ ধরেই ফেলেন অনুরাগীরা। ডিসেম্বরের ৯ তারিখ সাত পাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাট। রাজস্থানের সাওয়াই-মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসে জমজমাট বিয়ের আসর। তবে পুলিশি নিরাপত্তাও ছিল সম্পূর্ণ। 

বিয়ে সম্পন্ন হওয়ার পর প্রথমবার একসঙ্গে ছবি পোস্ট করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। মালাবদল, সাত পাক ঘোরা, বিভিন্ন মুহূর্তের ছবি নিমেষে ভাইরাল হয়। এরপর গতকাল 'গায়ে হলুদ' অনুষ্ঠানের ছবি পোস্ট করেন। তাও ভাইরাল হয়ে যায়। অবশেষে আজ 'মেহেন্দি' অনুষ্ঠানের ছবি পোস্ট। ক্যাটরিনার পোস্টে ২৫ মিনিটে লাইকের সংখ্যা পেরিয়েছে ৯ লক্ষের গণ্ডি। অন্যদিকে ভিকির পোস্টে একই সময়ে লাইকের সংখ্যা প্রায় সাড়ে ৭ লক্ষ ছুঁইছুঁই। আগের দুই পোস্টের ধারা বজায় রেখেই এবারেও একই ক্যাপশন লিখেছেন কপোত-কপোতী। পঞ্জাবী গানের লাইন লিখে পোস্ট করেন ছবি। দুই জনের পোস্টেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী থেকে একাধিক টিনসেল তারকা। সোনালী রঙের শেরওয়ানিতে ভিকি ও সোনালীর ওপর লাল-হলুদ-সবুজ জরি সুতোর কাজ করা লেহেঙ্গায় ক্যাটরিনাকে অপূর্ব লাগছে। কিছু ছবিতে তাঁদের নাচ-গান-হুল্লোড়ের মুহূর্ত স্পষ্ট ধরা পড়েছে। দাদার সঙ্গে পা মেলাতে দেখা গেল সানি কৌশলকেও।

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget