Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো

0
85

AVvXsEgB0zOGtJ4RB M38jeUOrkkwwLG3Olkvx0QcrWAGcn8dacKyHMdltSDUGrBI6cbupYz2Jiw337WGfP1W2gq GdKAyfXvxAnDaHp6TzdOVY5F83P5Ij37A0DWShfaMJge40KQgLRXiUdcXnkxuzwy5F1PiedFCkBgYXymBD3LQ7HzCt ji1y8hWWX2le=s16000

দেশের টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নাটকের পাশাপাশি তিনি ওটিটি প্ল্যাটফর্মেও নাম লিখিয়েছেন।

ইতোমধ্যে ওয়েবে ‘মরীচিকা’ ও ‘রেডরাম’-এর মতো আলোচিত কনটেন্টে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

এবার নিশো ভারতীয় ওয়েব সিরিজে যুক্ত হলেন। এর নাম ‘কাইজার’। কাইজারের নাম ভূমিকায় অভিনয় করছেন আফরান নিশো। যিনি একজন হোমিসাইড ডিটেকটিভ। এর জন্য নিজের শরীর ও চেহারায় পরিবর্তন এনেছেন এই অভিনেতা। চমকপ্রদ রূপেই পর্দায় আসতে চলেছেন গুণী এই তারকা। জানা গেছে, ঢাকা ও ঢাকার বাইরে টানা ২০ দিন শুটিং হবে।

AVvXsEjHk6H9nbZl1V2USyjvemam 9wIrw6Y4HV6Fbpex6vCRmng2oQhtsnAhgzHN86B7WLvvuH37QF0f9zM7S AZPhSucEGAzYIA1U3764d3jNGDDYRnhK4e9qZO 2nqb9g5o6 qwJYSaDX5YCb99gjh962Q

ভারতীয় প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত হচ্ছে সিরিজটি। বুধবার (২ মার্চ) থেকে ঢাকায় শুরু হয়েছে এই সিরিজের শুটিং।

AVvXsEjvg2dyJOIdE rgzjYnMk1LfIAeWOSXsVs6VIm889WtWREdo0LFmGQzt nj6v mTvLUdW47dKEYjCb9myB3qKxo2AGPoPqUf1 oN4phrC UEThjviDhabgfZoZudoYMCibsAi8JKetdzlHRiiGLjLNgl4QyqoAsA9X2AGOHWjMoVq0IPYKf1fmV 5s =s16000

গত বছরই ২০টি অরজিনালস ওয়েব সিরিজের ঘোষণা দেয় হইচই। তখনই জানানো হয়, এগুলোর মধ্যে পাঁচটি নির্মাণ করবেন বাংলাদেশি নির্মাতা। ‘কাইজার’ নামের সিরিজটি বানাবেন তানিম নূর। যিনি এর আগে বহুল আলোচিত ‘কনট্র্যাক্ট’ ওয়েব সিরিজ নির্মাণ করেছেন।

AVvXsEhjuNsYCsHfX eQWwQF2M24Y OTRhs0aVmi89RIEtqP0BalkrbMo8iCqjivFcliDDoIdsATzpZVGUQco4Pxqhi6Mn5LmW7DjCki26Zd7tJUUNittrys7wmyXFNpzqYukpT5L9GG3TKNEI28jSOweCwvd9qk4NoUAaInrpSPdGx CjEtNbGVihgjClJr=s16000

নতুন প্রজেক্টটি নিয়ে মুখ খুলতে চাইছেন না নিশো কিংবা নির্মাতা তানিম নূর কেউই। নিশোর সঙ্গে এতে কারা অভিনয় করছেন সেটাও রাখা হচ্ছে গোপন। নিশো কেবল বললেন, ‘একদমই নতুন এবং একেবারে ভিন্ন এক চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন’।

AVvXsEi1dfcFBI BKkw7 pwT4K5m0Q0KJJQcF4kfJiB2xAkr3KiBjxZ7dsHh8JwnwBfMkjBlFojjvpClf qepsactEReTUauMS 8bGPEedcMhUuOtw1O

আফরান নিশোর প্রচুর ভক্ত ছড়িয়ে আছে ভারতের পশ্চিমবঙ্গে। তারা নিশোর নাটক নিয়মিত দেখেন। এ সিরিজের মাধ্যমে সেখানে তার জনপ্রিয়তা অনেকখানি বাড়তে চলেছে।

আরো পড়ুন:








LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here