সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় বেশ কয়েক জন বাংলাদেশি হজযাত্রী নিহত অন্তত ২৪ জন মারা গেছে এবং আরো ২৩ জন আহত হয়েছে।
জেদ্দায় থাকা বাংলাদেশ কনস্যুলেট থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
তবে এই ঘটনায় মোট কতজন বাংলাদেশি নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে যে, এই দুর্ঘটনায় অন্তত আট জন বাংলাদেশি নিহত হয়েছেন।
এতে আরো বলা হচ্ছে, বাসটিতে মোট ৪৭ জন আরোহী ছিলেন। এদের বেশিরভাগই বাংলাদেশি। এছাড়া অন্তত ১৮ জন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো নিহত আট জনের পরিচয়ও প্রকাশ করেছে। এর মধ্যে দু’জন নোয়াখালী, দু’জন কুমিল্লা, এবং লক্ষীপুর, কক্সবাজার, গাজীপুর ও চাঁদপুরের একজন করে বাসিন্দা রয়েছেন।
স্থানীয় হাসপাতালের কর্তৃপক্ষ কনস্যুলেট কর্মকর্তাদের জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়ার কারণে মৃতদেহ সনাক্ত করা যাচ্ছে না। এ কারণে এই দুর্ঘটনায় ঠিক কতজন বাংলাদেশি মারা গেছে তা নিশ্চিত করে বলতে পারছে না হাসপাতাল ও ট্রাফিক সূত্রগুলো।
গতকাল ২৭শে মার্চ স্থানীয় বিকেল চার টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বাসটি হজ যাত্রীদের নিয়ে মক্কার উদ্দেশ্যে যাচ্ছিল দুর্ঘটনায় বাংলাদেশি হজযাত্রী নিহত
দুর্ঘটনা কবলিত বাসটি রুবা আল হিজাজ নামে একটি পরিবহন কোম্পানীর ছিল যেটি বিভিন্ন দেশের যাত্রীদের নিয়ে স্থানীয় সময় সন্ধ্যার দিকে আধা জেলা থেকে মক্কার দিকে যাচ্ছিল।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সাথে সংঘর্ষ হয়। পরে এটি উল্টে যাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়।
যাত্রীদের কেউই বাসটি থেকে নামতে পারেননি এবং প্রায় ২৪ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।
যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি জেদ্দাহ থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে।
দুর্ঘটনার খবর পাওয়ার পর বাংলাদেশ কনস্যুলেট থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।