দেশের অর্থ পাচার কারীদের ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা হবে

0
158
অর্থ পাচার কারীদের ট্রাইব্যুনাল গঠন

অর্থ পাচার কারীদের ট্রাইব্যুনাল গঠন : ১০ জুন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে সারাদেশে বিদ্যুৎ লোডশেডিং বন্ধ এবং লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক বিক্ষোভ সমাবেশ করা হয়। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা বরকত উল্লাহ বুলু বলেন, দেশের অর্থ পাচারকারীদেরকে ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা হবে।

অর্থ পাচার কারীদের ট্রাইব্যুনাল গঠন সম্পর্কে যা বললেন ?

Displaying WhatsApp Image 2023-06-10 at 1.02.13 PM.jpeg

অর্থ পাচার কারীদের ট্রাইব্যুনাল গঠন

তিনি আরো বলেন, বর্তমানে যে বাজেট পেশ করেছেন সে বাজেট জনগণের আশা আকাঙ্খিত কোন বাজেট না। কারণ এরা যত সময় যে কাজ করে তা জনগণের বিরুদ্ধেই করে থাকে। তারই প্রমাণ বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থা। ২৪ ঘন্টা কারেন্ট এর মধ্যে সারা দেশব্যাপী যে লোডশেডিং হচ্ছে দেশের জনগণ আজ তাদের এই ভাউতাবাজী কথাবাত্রা শুনে বুঝে গেছেন যে দেশের সর্বোচ্চ দুর্নীতিবাজ তারা। দেশের বর্তমান এই অবস্থার জন্য সরকারই দায়। দেশের জনগণ ফুসে উঠছে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে বাংলাদেশের জনগণ নির্বাচন চায়।

এই অনিয়মকারী দুর্নীতিবাজ সরকারের অধিনে কোন নির্বাচন হলে দেশবাসী তা মানবে না। বাংলাদেশের টাকা বিদেশে পাঁচার করাতে এবং বিভিন্ন ধরণের বড় বড় প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি করাতে দেশের এই বিদ্যুৎ অবস্থার বেহাল দশা। তাই আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অধিনে জনগণের সরকার গঠিত হবে এই প্রত্যাশা বাংলাদেশের জনগণ করে। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যখন শেখ মুজিবুর রহমান নিজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বিশেষ অবদান রাখায় মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব বীর উত্তম পদক তখনকার সরকারই দিয়েছিলেন। বর্তমান সরকারের প্রধান তার বাবার এই পদককে অস্বীকৃতি জানাচ্ছে বলেই তাকে পাকিস্তানের চর বলে আখ্যায়িত করেছে।


নাগরিক বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল শাহ মোঃ নেছারুল হক, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, বিএনপি নেতা ইসমাইল তালুকদার খোকন, বাংলাদেশ নাগরিক অধিকারের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সবুজ, মোঃ মুসা ফরাজী, যুব জাগপার সভাপতি আমির হোসেন আমু, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম তফাদার, নুরুল আমিন মাহমুদ প্রমুখ।