বাংলাদেশের হয়ে খেলা দিয়াবাতের সুপ্ত বাসনা

0
124
খেলার খবর
খেলার খবর

বাংলাদেশের হয়ে খেলা দিয়াবাতের সুপ্ত বাসনা মোহামেডানের তারকা বিদেশি ফুটবলারদের তালিকা করলে অনেকের নামই আসবে। সেই ১৯৮৭, ১৯৮৮–৮৯ সালে খেলে যাওয়া ইরানের রেজা নালজেগারকে এখনো মাথার তাজ বানিয়ে রেখেছেন সমর্থকেরা। ইরানের আরেক স্ট্রাইকার ভিজেন তাহিরি ১৯৮৮–৮৯ মৌসুমে মোহামেডানের জার্সিতে ঢাকার ফুটবলে গোলের বন্যা বইয়ে দিয়ে গিয়েছিলেন। করেছিলেন ২৪ গোল।

Untitled design 16

অবিশ্বাস্য ফাইনাল, দিয়াবাতের ৪ গোল, টাইব্রেকারে শেষ হাসি মোহামেডানের
টাইব্রেকারে জয়ের পর মোহামেডানের খেলোয়াড়দের উদ্‌যাপন
১৯৮৭ সালে মোহামেডানের কোচ হয়ে আসা ইরানের কিংবদন্তি নাসের হেজাজি কিন্তু সেই মৌসুমে মোহামেডানের কোচ ও খেলোয়াড় দুই–ই ছিলেন। ১৯৭৮ বিশ্বকাপে ইরানের হয়ে খেলা হেজাজি পুরো মৌসুমে শুধু আবাহনীর বিপক্ষে ম্যাচেই মাত্র ২১ মিনিট খেলেছিলেন। ’৮৭ সালেই খেলেছিলেন আরেক ইরানি স্ট্রাইকার মোর্তজা। বেশি ম্যাচ খেলেননি, কিন্তু একের পর এক গোল করে তিনি নিজের জাত চিনিয়েছিলেন।

নাইজেরিয়ার সেই দীর্ঘদেহী এমেকা ইজিউগোকে কোন সমর্থক ভুলে যাবেন! ১৯৮৭ সালে প্রথম খেলতে এসেছিলেন তিনি। দুই মৌসুম খেলেই তিনি জায়গা করে নিয়েছেন মোহামেডানের ‘হল অব ফেমে’। এমেকার নামটি আরও মহিমান্বিত এই কারণে তিনি নাইজেরিয়ার জার্সি গায়ে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের একটি ম্যাচও খেলেছিলেন।

গোল্ডেন বুট হাতে দিয়াবাতে

আরেক রুশ আন্দ্রে কাজাকভও ছিলেন মোহামেডানের তারকা বিদেশি। নব্বইয়ের দশকে নাইজেরিয়ার লাডি বাবালোলা, বোডে বাবালোলা, জিডে, ম্যাকিনো—এঁদেরও মনে রেখেছেন মোহামেডান সমর্থকেরা।

Untitled design 17 1

মোহামেডানের তারকা বিদেশির তালিকাটা আরও লম্বা। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দারুণ কিছু খেলোয়াড় খেলে গিয়েছিলেন বাংলাদেশের ফুটবলে। ’৯২–তে মোহামেডানে এসেছিলেন উজবেকিস্তানের আজামত আবদু রহিমভ ও রাশিয়ার বরিস কুজনেৎসভ। রহিমভ সেই মৌসুমে ১১ ম্যাচ খেলে ১৭ গোল করেছিলেন। পরের মৌসুমে এসেছিলেন ‘হ্যাটট্রিকম্যান’ ওলেগ জিভৎনিকভ। ঢাকার মাঠে প্রথম খেলতে নেমেই হ্যাটট্রিক করেছিলেন। হ্যাটট্রিক করেছিলেন একাধিক।
তাঁরা সবাই খেলে গিয়েছিলেন মোহামেডানের রমরমা সময়ে। তবে মোহামেডানের তারকা বিদেশি ফুটবলারদের তালিকা করলে যে নামটা অবশ্যই নিতে হবে, তিনি মোহামেডানের উজ্জ্বল সময়ের নন। তিনি মোহামেডানকে বাংলাদেশের ফুটবলে শক্তিশালী দল হিসেবেও পাননি। তিনি এমন এক মোহামেডানকে পেয়েছেন, যে মোহামেডান নিজের অতীতের ছায়ামাত্র।

সৌদি আরব থেকে বেনজেমাকে লোভনীয় প্রস্তাব

এবারের মৌসুমটা ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। কোপা ছাড়া কিছু জেতা হয়নি। তবে করিম বেনজেমা এর মধ্যেও করেছেন ৩০ গোল। তবু ইউরোপের সংবাদমাধ্যমে জোর গুঞ্জন চলছিল, রিয়াল মাদ্রিদ নাকি বেনজেমার বিকল্প খুঁজছে।

Untitled design 18 1

রিয়ালের সূত্রের বরাতে ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, বেনজেমা নাকি এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে সেটি ‘হ্যাঁ’ না ‘না’ তা জানা যায়নি। দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো কাল বেনজেমার এই সম্ভাব্য দলবদল নিয়ে কয়েকটি টুইট করেন। ফরাসি ফরোয়ার্ডের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে টুইটে রোমানো জানিয়েছেন, ‘এই সপ্তাহের মধ্যেই বেনজেমার সিদ্ধান্ত জানা যাবে। গত শুক্রবার সৌদি থেকে অফিশিয়ালি প্রস্তাব পাওয়ার পর কালক্ষেপণের ইচ্ছে তাঁর নেই।’
তবে রিয়ালের ড্রেসিংরুমের এক সূত্রের বরাত দিয়ে ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, দুই সপ্তাহ আগে বেনজেমা ‘সৌদি আরব থেকে বিশাল অঙ্কের প্রস্তাব’ পাওয়ার কথা বলেছিলেন। কিন্তু কোনো সিদ্ধান্ত তিনি জানাননি। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, বেনজেমা রিয়ালেই থাকতে চান তবে সৌদির প্রস্তাবে হ্যাঁ বলে দেওয়ার সম্ভাবনাও কম নয়। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র দাবি, সৌদি সরকার এই প্রস্তাব দিয়েছে বেনজেমাকে।

ফরাসি তারকার বয়স ৩৫ হয়ে গেছে, রিয়াল যদি তাঁর বিকল্পের সন্ধানে নামে, তাহলে অবাক হওয়ার কিছুই নেই। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল ‘বোমা’টা ফাটার পর আরও ভালোভাবে বোঝা গেল, বেনজেমার বিকল্প খুঁজতে রিয়াল কেন আটঘাট বেঁধে নেমেছে। সৌদি আরব থেকে লোভনীয় অঙ্কের প্রস্তাব পেয়েছেন বেনজেমা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইউরোপের বেশ কয়েকজন সংবাদকর্মী ও সংবাদমাধ্যম সৌদি থেকে বেনজেমার প্রস্তাব পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। সূত্র মারফত ইএসপিএন জানিয়েছে, দুই বছরের জন্য বেনজেমাকে মোট ৪০ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসরে এই পারিশ্রমিকেই যোগ দিয়েছেন। তবে বেনজেমা যদি সৌদি আরবের প্রস্তাব গ্রহণ করেন, তাহলে ক্লাবও তাঁকে ছেড়ে দিতে প্রস্তুত।

মেসিকে পেতে ইন্টার মায়ামির সাহায্য চায় বার্সেলোনা

মেসিকে পেতে ইন্টার মায়ামির সাহায্য চায় বার্সেলোনা লিওনেল মেসি পিএসজি ছাড়লে তাঁর সম্ভাব্য গন্তব্য কোথায় হতে পারে, এ নিয়ে কানাঘুষার মধ্যে যে কয়টি ক্লাবের নাম এসেছে, তাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি। মেসিকে দলে টানার আর্থিক সঙ্গতি এই ক্লাবের আছে। এরই মধ্যে মেসিকে তারা তাদের ক্লাবে নেওয়ার প্রস্তাবও দিয়েছে। মেসি সেই প্রস্তাব গ্রহণ করেছেন কি না, তা নিয়ে পরিষ্কারভাবে কিছু জানা না গেলেও বার্সেলোনা নাকি মেসিকে পেতে মায়ামির সাহায্য চাচ্ছে।

Untitled design 19 1

এ ব্যাপারে আর্জেন্টিনাভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক সিজার লুই মারলো এক প্রতিবেদনে লিখেছেন, মায়ামি এরই মধ্যে মেসিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। তবে ক্লাবটির বার্সেলোনার প্রস্তাবে রাজি হওয়ার কোনো কারণ নেই। এর মধ্যে অন্য প্রশ্নও উঠছে। লিওনেল মেসি কি তাহলে সৌদি আরবের ক্লাব আল হিলালেই যোগ দিতে যাচ্ছেন? ফুটবল সাময়িকী ফোরফোরটু দাবি করেছে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক আল হিলালের ১০০ কোটি পাউন্ডের চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন।
আগামী ৩০ জুন মেসির সঙ্গে পিএসজির দুই বছরের চুক্তি শেষ হতে যাচ্ছে। অতি নাটকীয় কিছু না ঘটলে ফরাসি ক্লাবটির সঙ্গে তাঁর যে নতুন কোনো চুক্তি হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিতই। জুনের পর থেকে মেসি মুক্ত, যেতে পারেন যেকোনো দলেই। তবে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিশাল অঙ্কের প্রস্তাব নিয়ে আলোচনা–কানাঘুষা হচ্ছে বেশ অনেক দিন ধরেই। কিছু দিন আগে ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানিয়েছিল, মেসির সঙ্গে নাকি সৌদি আরবের একটি ক্লাবের চুক্তি পাকা। তবে সে সময় মেসির ঘনিষ্ঠজনেরা এএফপির সেই সংবাদ অস্বীকার করেছিল।

মেসিকে নিয়ে নানামুখী খবর এখন দলবদলের বাজারে। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, মেসিকে দলে নিতে বার্সেলোনা আসলে ইন্টার মায়ামির সঙ্গে একটা কনসোর্টিয়ামে যেতে চাচ্ছে। বার্সেলোনার ইচ্ছা হলো, মেসিকে ইন্টার মায়ামি ফ্রি এজেন্ট হিসেবে সই করাবে ঠিকই, কিন্তু তারা তাঁকে বার্সেলোনায় পাঠিয়ে দেবে ধারে। বার্সেলোনা মূলত মেসিকে দলে নেওয়ার ব্যাপারে নিজেদের সীমিত সামর্থ্যের কারণেই এমনটা করতে চাচ্ছে।
ফোরফোরটু জানিয়েছে, মেসির বাবা হোর্হে মেসি, যিনি ছেলের এজেন্ট হিসেবে কাজ করেন, তিনি আল হিলালের এই প্রস্তাব গ্রহণ করেছেন। মেসির বাবাই প্রথমে এএফপির খবরটি অস্বীকার করে টুইট করেছিলেন। মেসি যদি আল হিলালের এই প্রস্তাব গ্রহণ করেন, তাহলে তিনি খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত ক্রীড়াবিদ হবেন। গত জানুয়ারিতে বাৎসরিক ২০ কোটি ডলারে সৌদি আরবের আরেক ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি আল হিলালে যোগ দিলে সৌদি আরবের লিগে পাঁচ বছর পর আবারও মেসি–রোনালদো দ্বৈরথের সূচনা হবে।

গার্দিওলা কেন ফোন করেছেন নেইমারকে

গার্দিওলা কেন ফোন করেছেন নেইমারকে পিএসজিতে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। চাইলে আরও দুই বছর মেয়াদ বাড়াতে পারেন। কিন্তু অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মৌসুম শেষে সম্ভবত ফরাসি ক্লাবটিতে থাকবেন না কিংবা থাকতে যে চান না, সেটা মোটামুটি পরিষ্কার। পিএসজির এবার লিগ জয়ের উৎসবেও ছিলেন না নেইমার।

Untitled design 20

ফ্রান্সের সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা ফোন করেছিলেন নেইমারকে। এ মুহূর্তে ব্রাজিল তারকা কী ভাবছেন, আগামী মৌসুমের জন্য কী পরিকল্পনা—এসব বুঝতেই ফোন করেছিলেন স্প্যানিশ এই কোচ। তবে সংবাদমাধ্যমটি এটাও জানিয়েছে, নেইমারের সিটিতে যোগ দেওয়ার সম্ভাবনা খুব কম।
আপাতত অ্যাঙ্কেলের চোট থেকে সেরে ওঠার পথে আছেন নেইমার। এ মৌসুম শেষে ফিরবেন পূর্ণ অনুশীলনে। এ বছর নেইমার অর্ধেক মৌসুম খেলে লিগ আঁতে ১৩ গোল করেছেন। ম্যাচ খেলেছেন ২০টি। নেইমারকে কেনার আগ্রহ না থাকলে তাঁকে গার্দিওলা ফোন কেন দিলেন, তা নিয়ে অবশ্য নানা জল্পনাকল্পনাও চলছে।

চলতি মাসের মাঝামাঝিতে ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়ান জানিয়েছিল, পিএসজি ছাড়ার ইচ্ছার কথা ঘনিষ্ঠজনদের জানিয়েছেন নেইমার। এরপরই গুঞ্জন ওঠে, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসল ইউনাইটেড ও চেলসি তাঁকে কিনতে আগ্রহী। এমনকি তাঁকে কেনা নিয়ে কথা বলেছিলেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগও। তবে এবার সামনে এসেছে আরেকটি চমক জাগানো খবর। নেইমারকে নাকি ফোন করেছেন পেপ গার্দিওলাও!
পিএসজির রেকর্ড গড়া ১১তম লিগ জয়ের উৎসবে দলের চোটগ্রস্ত সব খেলোয়াড়ই ছিলেন। অনুপস্থিত ছিলেন শুধু নেইমার। তবে লেকিপ জানিয়েছে, পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের লিগ জয়ের উৎসবে নেইমারের অনুপস্থিত থাকা নিয়ে কোনো বিতর্ক তৈরি করতে চাননি। গালতিয়ের বলেছেন, ‘নেইমারের হয়তো কোনো সমস্যা ছিল। সে স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলনে দলের সঙ্গে ছিল। দয়া করে এসব নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাবেন না। হুগো একিতিকেও দলের সঙ্গে যেতে পারেনি শারীরিক সমস্যার কারণে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here