Russia-Ukraine War: ভণ্ডুল যুদ্ধবিরতি, মারিউপোলে তীব্র গোলাবর্ষণ

0
116

 ভণ্ডুল যুদ্ধবিরতি, মারিউপোলে তীব্র গোলাবর্ষণ

Vandalism ceasefire, intense shelling in Mariupol

AVvXsEiwTjE8zJK lL6pqLHozvMNyYfMk5UfMoPI3ZtXT dGlTg1ZbnCT4NiAAshlfTgFzxIM7L7JTmYK1QhL1611C0jJjhs8I dGCUksk5 n7QACBK42 44mdHG3BtYQ45 TjijJoGTSkqekWhQLj0cvreOfdsadgrrrKvOnIINy3yPYdm vrLYEVClXAtM=s320 ইউক্রেনের মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেয়ার লক্ষ্যে এক যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজী হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তারা আবার শহরটির ওপর অব্যাহত গোলা হামলা চালাচ্ছে। ফলে এই পরিকল্পনা এখন ভণ্ডুল হয়েছে।

আমি এখন মারিউপোলে, শহরের রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি তিন থেকে পাঁচ মিনিট পরপর গোলার শব্দ শুনতে পাচ্ছি, বলছিলেন শহরের একজন বাসিন্দা, ৪৪ বছর বয়সী আলেক্সান্ডার।

তিনি জানান, শহরের লোকজনকে বের করে নেয়ার জন্য যে নিরাপদ করিডোর স্থাপন করা হয়েছে, তা কাজ করছে না।

আমি দেখছি যারা পালানোর চেষ্টা করেছিল তারা ফিরে আসছে। একেবারেই বিশৃঙ্খল পরিস্থিতি।

AVvXsEhqVTpurQ 7 58 mKYTw isbSAft0Ae9I0Hptq0SmVGjhKk8CPk tBIX2weiJlmPP3rhXtRozZnDLI75eSoKtNaUeaUfAGz5EZXnwkNrYgH6I9EReYkGILsw4mN ph4opaOwtVMgq nUQkJQWyWl2 66sw1HABc2 Z g10OV8fbCrPnMXJx4kVj CbD=s320স্থানীয় সময় সকাল ৯টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মারিওপোল শহরের ডেপুটি মেয়র এখন অভিযোগ করছেন, রুশরা এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তারা সেখানে ক্রমাগত গোলাবর্ষণ করে যাচ্ছে। এর ফলে শহর থেকে হাজার হাজার বেসামরিক মানুষকে সরিয়ে নেয়ার পরিকল্পনা তাদেরকে এখন স্থগিত রাখতে হচ্ছে।

AVvXsEiIMZIunea0v9P P7YxyUP WdvnDhLWdEQQhf1PKwgBulBmoW fonCmqfKX3QCsCZrUx5iHds8F dhtMOW m6rE0SkIGnlqWGSM olMwR2ffzCsXL9xRLNbBw8UiIB7y6TCz2v2YPdzwtR0uz7JELNSBJgHd8dn1q3ZmPT শহরের ডেপুটি মেয়র সের্গেই অরলভ বিবিসিকে বলেন, রুশ গোলাবর্ষণের কারণে এখন সেখানে রাস্তায় বেরুনো মোটেই নিরাপদ নয়। যে পথ ধরে পাঁচ/ছয় হাজার বেসামরিক মানুষকে সরিয়ে নেয়ার কথা ছিল, সেই রাস্তার বিভিন্ন জায়গাতেও লড়াই চলছে।

তবে এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একেবারেই ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছে, ইউক্রেনের জাতীয়তাবাদীরাই শহর থেকে বেসামরিক মানুষকে বেরুতে বাধা দিচ্ছে।

AVvXsEj srrmHX5kzMDFA78QCc9eyVFC6nLxF1ZpKRsf8b gamYjfamkqyv7yo0dGir903EmRddwosSebkJ8beu3ceHw4vptze HJp1v7CTyJTt9xVwLDG2DOk93eVJBKDn9SEx0GNQ3M EHRHYAYodVTPWkwm KHDaByUdaGcLzNubgMA3CAr3397tCS=s320তারা আরো বলছে, রুশ বাহিনী যখন একটি মানবিক ত্রাণ করিডোর তৈরি করে, তখন রুশ বাহিনীর ওপর গুলি চালানো হয়।

মারিওপোল শহরে গত কদিন ধরেই তীব্র লড়াই চলছে। সেখানে লোকজনের বাসাবাড়িতে পানি এবং বিদ্যুতের সরবরাহ নেই, খাদ্য এবং ওষুধের সঙ্কট দেখা দিয়েছে। মারিওপোল থেকে বেরিয়ে আসতে পেরেছেন, এমন একজন জানিয়েছেন, শহরটির অবস্থা এখন নরকের মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here