Russia Ukraine wer: যুদ্ধবিরতির মধ্যেই হামলা, কারণ জানাল রাশিয়া

0
100

 যুদ্ধবিরতির মধ্যেই হামলা, কারণ জানাল রাশিয়া

The bomber struck shortly after noon in front of a Russian military base

AVvXsEi8MnK0NJgMQqvcqXW PB8W Pyu7R2PjR207PTphtXSqhog9xS4gA8rGEape7sE 0WZZ aqniAUTSUMvD panMVmzKSEzGbTYGyZJ1mHxkUab4iAiQiH8bk2 wB7WiXLpF6SbHPRAglYDHOhnwইউক্রেনের মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়ার লক্ষ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজি হয়েছিল। এর কয়েক ঘণ্টার মধ্যেই তারা আবার শহরটির ওপর একের পর এক বোমা হামলা শুরু করে। রুশ বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের কড়া সমালোচনা হচ্ছে বিশ্বব্যাপী।

এর কারণস্বরূপ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, সাময়িক যুদ্ধবিরতির অপব্যবহার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ কারণে ওই যুদ্ধবিরতি স্থগিত করে আবার সামরিক অভিযান শুরু করা হয়েছে।

AVvXsEjv3CL XMY iZxzxOaw1boBB5SAUm7EjLy53zjs4 WZyWA13T6kn2AidzMJw2r6szbF9VMFIAceSiBeN9sy8zCKBqpWরুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ শনিবার রাতে এমনটি দাবি করেছেন বলে খবর দ্য মস্কো টাইমসের।  

তিনি দাবি করেন, ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী সশস্ত্র ব্যক্তিরা শনিবার রাশিয়ার সেনাদের ওপর হামলা অব্যাহত রাখে এবং তাদের হামলা করা থেকে বিরত রাখতে কিয়েভ ব্যর্থ হয়। এ কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাশিয়ার সেনাবাহিনী আবার অভিযান শুরু করেছে। 

AVvXsEgqNpwO5 Age3hR9FJ1S UQVBmh7hc9n5ksKfWobyK3D5zUacKyeJcZlpJ1ZIIrALMIiOrHStuB1yKVrrDJB4 T0 TsbYHYtPgNB j6wuQd7t T 4Au6Jw1 zpbChLosqMF5WsYW7XQjcqo p2LTMn3wvPUh01NwIC40HgSYlK9p2uNr65uqoBjHnEp=s320তবে মারিউপোল শহরের ডেপুটি মেয়র সের্গেই অরলোভের বরাত দিয়ে বিবিসি জানায়, রুশ সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন, তারা সেখানে ক্রমাগত গোলাবর্ষণ করে যাচ্ছে। রুশ গোলাবর্ষণের কারণে এখন সেখানে রাস্তায় বেরোনো মোটেই নিরাপদ নয়। যে পথ ধরে পাঁচ/ছয় হাজার বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার কথা ছিল, সেই রাস্তার বিভিন্ন জায়গাতেও লড়াই চলছে।

এর আগে রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দুই শহরের জন্য মানবিক করিডর তৈরির ঘোষণা দেয় রাশিয়া। শনিবার সকাল ১০টায় ইউক্রেনের মারিওপোল ও ভোলনোভাখা শহরের জন্য এই মানবিক করিডর চালু করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here