Shaheen Afridi: কোহলি, রোহিতদের নাকানি চোবানি খাওয়ানো শাহিনের বিয়ে আফ্রিদির মেয়ের সঙ্গে

0
241
AVvXsEjTFGKqYvRzHGPkBljaaKiYQO1GSbV2vNcVrb2WUFFSvIHRA45DHoMg0Qah9VeU3LFyEGnfRpodCAsllvUVONVOjCrDnrItXZYtGdLe4goynb7LEiv y0LfRa0Stq65QTdwubau9 sS0FVtR6LnDELL6vRu3q3kuNQa0Z pc YmJcR2K62yrInuTbOK=s16000

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ব্যাটারদের নাকানি চোবানি খাইয়েছিলেন তিনি। সেই শাহিন শাহ আফ্রিদি যে পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদির হবু জামাই, তা হয়তো অনেকই জানেন।

 শাহিদ আফ্রিদির বড় মেয়ে আকশার সঙ্গে নিকাহ্ হওয়ার কথা শাহিনের। ২০ বছরের শাহিন এখন পড়াশোনা করছেন। পড়াশোনা শেষ হলেই শাহিনের সঙ্গে নিকাহ্ হবে তাঁর।

শাহিদ আফ্রিদির বড় মেয়ে আকশার সঙ্গে নিকাহ্ হওয়ার কথা শাহিনের। ২০ বছরের শাহিন এখন পড়াশোনা করছেন। পড়াশোনা শেষ হলেই শাহিনের সঙ্গে নিকাহ্ হবে তাঁর।

 শাহিদ আফ্রিদির পাঁচ মেয়ে। আকশা তাদের মধ্যে সব থেকে বড়। মাঝে মধ্যে বাবার খেলা দেখতে ক্রিকেট মাঠে আসতেন তিনি। শাহিনের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়ে রয়েছে। আর সে কথা জানিয়েছিলেন আফ্রিদি নিজেই।

শাহিদ আফ্রিদির পাঁচ মেয়ে। আকশা তাদের মধ্যে সব থেকে বড়। মাঝে মধ্যে বাবার খেলা দেখতে ক্রিকেট মাঠে আসতেন তিনি। শাহিনের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়ে রয়েছে। আর সে কথা জানিয়েছিলেন আফ্রিদি নিজেই।

 হবু শ্বশুরমশাই শাহিদ আফ্রিদির সঙ্গে মাঝেমধ্যেই বিভিন্ন ইভেন্টে দেখা যায় শাহিনকে। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শাহিন দুরন্ত পারফর্ম করার পর তাঁর প্রশংসা করেছিলেন শাহিদ আফ্রিদি।

হবু শ্বশুরমশাই শাহিদ আফ্রিদির সঙ্গে মাঝেমধ্যেই বিভিন্ন ইভেন্টে দেখা যায় শাহিনকে। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শাহিন দুরন্ত পারফর্ম করার পর তাঁর প্রশংসা করেছিলেন শাহিদ আফ্রিদি।

 আকশা ছাড়াও চার মেয়ে আফ্রিদির। তারা হল আনশা, আজওয়া, আসমারা এবং আরওয়া।

আকশা ছাড়াও চার মেয়ে আফ্রিদির। তারা হল আনশা, আজওয়া, আসমারা এবং আরওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here