ইলন মাস্কের সঙ্গে চ্যালেঞ্জ নিলেন মার্ক জাকারবার্গ?

0
144
ইলন মাস্কের সঙ্গে চ্যালেঞ্জ
ইলন মাস্কের সঙ্গে চ্যালেঞ্জ

ইলন মাস্কের সঙ্গে চ্যালেঞ্জজুলাই মাসের গোড়ার দিকে ফেসবুক কর্ণধার জাকারবার্গ মুখোমুখি লড়াইয়ে আহ্বান জানান ট্যুইটার কর্তা মাস্ক। প্রায় সঙ্গে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন জাকারবার্গ। কোথায়, কখন হাজির হতে হবে জানতে চান মাস্কের কাছে। এর পর মিক্সড মার্শাল আর্টসে প্রশিক্ষিতদের নিয়ে এমন ম্যাচের আয়োজনকারী সংস্থা আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের প্রেসিডেন্ট ডেনা হোয়াইট জানান, জাকারবার্গ সেই নিয়ে মেসেজও পাঠিয়েছেন তাঁকে।

মধ্যে লড়াই হলে কে জিতবেন? এ ধরনের প্রশ্ন নিয়ে ভাবতে বসলে হাতে চায়ের কাপ তুলে নিতে হবে। ধীরেসুস্থে চুমুক দিতে দিতে চলো সামনে এগোই।

জুন মাসের শুরুতে গুঞ্জন উঠেছিল যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জিউজিৎসু খেলায় আগ্রহী। প্রতিদ্বন্দ্বী খুঁজছেন তিনি। এই সময় স্পেসএক্স এবং টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক টুইট করেন যে তিনি ‘কেজ ফাইট’ বা খাঁচার ভেতর লড়াইয়ের জন্য প্রস্তুত। জাকারবার্গ ‘সেন্ড মি লোকেশন’ ক্যাপশন দিয়ে টুইটটির স্ক্রিনশট পোস্ট করেন।‘সেন্ড মি লোকেশন’ কথাটি বিখ্যাত। সাবেক ইউএফসি বা আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন খাবিব নুরমাগোমেদভের একটি বিখ্যাত উক্তি কোট করেছেন জাকারবার্গ ইলন মাস্কের সঙ্গে চ্যালেঞ্জ।

লড়াইটি আপাতত স্থগিত হলেও ভক্তদের মধ্যে আলোচনার কমতি নেই। ইন্টারনেট দুনিয়ায় বেশ কিছুদিন ধরেই আলাপ চলছে, মাস্ক ও জাকারবার্গের মধ্যে লড়াই হলে কে জিতবেন?

জবাবে ইলন মাস্ক বলেন, “জাকারবার্গ রাজি থাকলে তার সঙ্গে খাঁচায় লড়ার জন্য আমি প্রস্তুত।”

মারামারি করবেন মাস্ক ও জাকারবার্গ!

ইলন মাস্কের সঙ্গে চ্যালেঞ্জ অপরদিকে মাস্কের এ মন্তব্য জাকারবার্গ এড়িয়ে যাননি। মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের এক স্টোরিতে মাস্কের মন্তব্যের স্ক্রিনশট পোস্ট করে জাকারবার্গ লিখেছেন, “(লড়াইয়ের জন্য) ঠিকানা পাঠান।”

পরবর্তীতে এর প্রত্যুত্তরে ইলন মাস্ক ঠিকানা হিসেবে ‘ভেগাস অক্টাগন’ এর নাম উল্লেখ করেন। অক্টাগন হলো আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রতিযোগিতায় ব্যবহৃত একটি খাঁচাবিশিষ্ট মঞ্চ। সাধারণত নেভাদার লাস ভেগাসে হয়ে থাকে এই লড়াই প্রতিযোগিতা।

ইলন মাস্কের সঙ্গে চ্যালেঞ্জ একইসাথে লড়াইয়ের নিজের কৌশল সম্পর্কে ধনকুবের মাস্ক বলেন, “আমার একটা বিশেষ কৌশল রয়েছে, যাকে বলে ‘দ্য ওয়ালরাশ’। যেখানে আমি কেবল প্রতিপক্ষের উপর শুয়ে পড়ি, আর কিছু করতে হয় না।”

অন্যদিকে ঘটনাটি নিয়ে ভ্যারাইটির পক্ষ থেকে মেটার কাছে জানতে চাওয়া হয়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জাকারবার্গের ইনস্টাগ্রাম স্টোরির দিকে ইঙ্গিত করে বলেন, “স্টোরি থেকেই বোঝা যায়, বিষয়টি প্রকৃত অর্থে কী।”

ইলন মাস্কের সঙ্গে চ্যালেঞ্জ এদিকে গত ৬ মে ৩৯ বছর বয়সী জাকারবার্গ ইন্সটাগ্রাম পোস্টে জানান, তিনি মিক্সড মার্শাল আর্টে ট্রেনিং নিয়েছেন। একইসাথে তিনি ‘জি জুৎসু’ প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে অংশ নিয়ে একটি ম্যাচে বিজয়ীও হয়েছেন

খাঁচার মধ্যে লড়াই করবেন মাস্ক-জাকারবার্গ!

অন্যদিকে ৫১ বছর বয়সী ইলন মাস্কও নিজের মার্শাল আর্ট জ্ঞানের বিষয়ে একাধিকবার মন্তব্য করেছিলেন। তবে অন্য একটি টুইটে তিনি লেখেন “আমি কখনোই ব্যায়াম করি না, শুধু মাঝেমাঝে আমার বাচ্চাদের ওপরের দিকে ছুড়ে মারি।”

ইলন মাস্কের সঙ্গে চ্যালেঞ্জ প্রযুক্তি বিশ্বের দুই তারকার পরস্পরকে ছুড়ে দেওয়া এই চ্যালেঞ্জ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। শেষ পর্যন্ত সত্যিকার অর্থেই যদি মাস্ক-জাকারবার্গ লড়াই হয়, তবে সেটিতে কে জিততে পারে তা নিয়ে সোশ্যাল মিডিয়ার চলছে বিতর্ক।

জাকারবার্গের টেক্সটভিত্তিক নতুন প্ল্যাটফর্মটির কোড নাম ‘পি৯২’। এতে ব্যবহারকারীরা তাদের ইনস্টাগ্রাম ফলোয়ারদেরকে ফলোয়ার হিসাবে পাবেন বলে গুঞ্জন রয়েছে।

খাঁচার ভেতর লড়াইয়ের চ্যালেঞ্জ ইলন মাস্কের, ঠিকানা পাঠাতে বললেন জাকারবার্গ

ইলন মাস্কের সঙ্গে চ্যালেঞ্জ

প্রতিষ্ঠার পর থেকেই ফেসবুক ও টুইটার একে অপরকে টেক্কা দিয়েছে। তবে প্রযুক্তিগত মিল থাকায় এবার জাকারবার্গের প্ল্যাটফর্মটি মাস্কের মালিকানাধীন টুইটারের জন্য হুমকির কারণ হতে পারে বলে মনে করছেন অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ ইলন মাস্কের সঙ্গে চ্যালেঞ্জ।

ইলন মাস্কের সঙ্গে চ্যালেঞ্জ এদিকে এ লড়াইয়ে শামিল হতে চান সাবেক কিক বক্সার অ্যান্ড্রু টেইটও। টুইটারের মালিক মাস্ককে প্রশিক্ষণ দিতে চান তিনি। এক টুইটে এ আগ্রহ প্রকাশ করেছেন টেইট।

টুইট বার্তায় টেইট লিখেছেন: “ভ্যাকসিন নিয়ে সত্যি কথা বলায় মেটার সব জায়গা থেকে আমাকে ব্যান করা হয়েছিল। এখন আমরা শত্রুপক্ষের নেতাকে আঘাত করে সেই সম্মান ফিরিয়ে আনতে পারবো। আমি আপনাকে প্রশিক্ষণ দেব ইলন মাস্ক। আপনি হারবেন না।”এদিন সকালে টুইটারের পরিচালনা পর্ষদের একাধিক সদস্য টুইটারের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার সিদ্ধান্তের জন্য ইলন মাস্ককে অভিনন্দন জানান। টুইটারের প্রধান পরাগ আগারওয়াল টুইট করে জানান, কয়েক সপ্তাহ ধরে ইলন মাস্কের সঙ্গে টুইটারের আলোচনা চলছে। আগারওয়ালের এমন টুইটের পর অনেকেই প্রশ্ন করতে শুরু করেন যে কেন এমন একজন ব্যক্তির সঙ্গে টুইটারের আলোচনা চলছে, যিনি নীরবে নিষ্ক্রিয় বিনিয়োগকারী হিসেবে টুইটারের শেয়ার কিনছেন।